• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

এবার বলিউডের ৪০ হাজার কর্মীকে অর্থ সাহায্য সালমানের

অনলাইন ডেস্ক / ২১২ বার পঠিত
আপডেট: সোমবার, ১০ মে, ২০২১

বলিউড ভাইজান সালমান খান সবসময়ই সমাজের অবহেলিত ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়ান।  এবার করোনায় ভারতের অবস্থা লণ্ডভণ্ড। যার থেকে রক্ষা পায়নি দেশটির সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বলিউডও । শূটিং বন্ধ থাকায় কর্মহীন হয়ে আছেন অনেক টেকনিশিয়ান, স্টান্টম্যান, মেকআপ আর্টিস্ট, স্পটবয়। এবার এদের পাশে দাড়ালেন বলিউড ভাইজান।

চলমান করোনা সংকটের শুরু থেকেও তিনি এই ধারা অব্যাহত রেখেছেন। এবার বলিউডের টেকনিশিয়ান, স্টান্টম্যান, মেকআপ আর্টিস্ট, স্পটবয় মিলিয়ে ২৫ হাজার কর্মীকে ১৫০০ রুপি করে অর্থ সাহায্য করলেন এই তারকা। বাকি ১৫ হাজার নারীকর্মী কাজ করছেন ফিল্মসিটির নানা স্টুডিওতে। শুধু অর্থই নয়, এক মাসের রেশনও তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন সালমান।

এর আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান। করোনা যুদ্ধে একেবারে সামনে থেকে যারা লড়াই করছেন, এমন পাঁচ হাজার কর্মীকে খাবারের প্যাকেট বিলি করেছেন। তার মধ্যে পুলিশ কর্মী বা স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছিলেন।

গত বছর লকডাউনের সময় ইন্ডাস্ট্রিতে যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তেমন শিল্পীদের প্রত্যেককে ৩০০০ রুপি করে অনুদান দিয়েছিলেন অভিনেতা। এছাড়া ঈদে মুক্তি পেতে যাওয়া রাধে ছবির লভ্যাংশও চ্যারিটি করতে চেয়েছেন সালমান।


আরো পড়ুন