• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে ৬ জন নিহত হয়েছেন।

অনলাইন ডেস্ক / ১৭৯ বার পঠিত
আপডেট: সোমবার, ১০ মে, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে ৬ জন নিহত হয়েছেন।

রোববার (৯ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে কলোরাডো স্প্রিংস শহরে হামলার এ ঘটনা ঘটে। হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, হামলাকারী নিহতদের মধ্যে একজনের প্রেমিক বলে নিশ্চিত করে মার্কিন পুলিশ কর্তৃপক্ষ।

এর আগে, শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছিলেন। আহত শিশুটির বয়স চার বছর। বাকি দুই নারীর একজনের বয়স ৪৬ অন্যজনের বয়স ২৩।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে ৭ নম্বর অ্যাভিনিউ ও ৪৪ নম্বর সড়কের সংযোগস্থলে গোলাগুলির এ ঘটনাটি ঘটে।


আরো পড়ুন