• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

সুনামগঞ্জে ৯ শতাধিক অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক / ১৮৫ বার পঠিত
আপডেট: শনিবার, ৮ মে, ২০২১

করোনাকালীন সময়ে ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে সদর উপজেলার ৯ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষজনকে খাদ্র্য সামগ্রী প্রদান করা হয়েছে।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু ও পেঁয়াজ প্রভৃতি।

শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঐ সমস্ত উপহারসামগ্রী তুলে দেন,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সদর পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদর পরিষদের ভাইসচেয়ারম্যান অ্যাডভোকেট মো.আবুল হোসেন, প্রকল্প কর্মকর্তা মো.মানিক মিয়া, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুজ্জামান প্রমুখ।


আরো পড়ুন