• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

হাসপাতালে আগুনের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক / ১৮৯ বার পঠিত
আপডেট: বুধবার, ৫ মে, ২০২১

ইরাকের একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩০ জনের প্রাণহানির ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি।

মঙ্গলবার (৪ মে) এক সরকারি বিবৃতিতে বলা হয়, দেশটির শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থনপুষ্ট হাসান আল-তামিমি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

গত ২৪ এপ্রিল অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে বাগদাদের ইবনে আল খাতিব নামে ওই হাসপাতালটির করোনা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

ইবনে আল-খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেয়ার জন্যও দাবি ওঠে।

পরে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি বেশকিছু কর্মকর্তাসহ দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন। মঙ্গলবার এই স্থগিতাদেশ তুলে নেন তিনি। তবে এর পরপরই স্বেচ্ছায় পদত্যাগ করেন হাসান আল-তামিমি।


আরো পড়ুন