• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায়  আক্রান্ত ৭১ জন, মৃত্যু ০৪ জন !

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

সোমবার ২৬শে এপ্রিল কুমিল্লা জেলায়  নতুন করে আরও ৭১ জনের  পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮২০ জন। আজকের রিপোর্টে  চারজন মৃত্যু দেখানো হয়েছি।কুমিল্লা সিটি ০২ জন,চৌদ্দগ্রাম ০১ জন, ব্রাক্ষণপাড়া ০১জন, যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৩৬৫ জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৩০জন, সদর দক্ষিণ  ০২ জন,আর্দশ সদর ০৬ জন, লাকসাম ০৪ জন, বুড়িচং ০৮ জন, ব্রাক্ষণপাড়া ০৩ জন, হোমনা ০৪ জন, বরুড়া ০১জন,  লাঙ্গলকোট ০৪ জন, মনোহরগন্জ ০১ জন, দেবিদ্বার  ০২ জন,চান্দিনা ০২ জন,দাউদকান্দি ০৪ জন,মুরাদনগর ০১ জন,লালমাই ০২ জন। আজকের রিপোর্টে  সুস্থ্য ৪৫  দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৪২৭ জন করোনা রোগী।সুস্থ্য আজকের  কুমিল্লা সিটি কর্পোরেশন ৪৫ জন।
সোমবার ২৬শে এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৭হাজার ১৮৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৬ হাজার ৩৫৮ জনের। এর মধ্যে ১১ হাজার ৮২০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি:  ৩৫৪
এদের মধ্যে নতুন সনাক্ত: ০১।


আরো পড়ুন