• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

২০০ শয্যার কোভিড ইউনিট চালু হচ্ছে জাতীয় হৃদরোগ হাসপাতালে

অনলাইন ডেস্ক / ১৬৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) চালু হয়েছে ২০০ শয্যা বিশিষ্ট কোভিড ইউনিট। এ নিয়ে গত এক সপ্তাহে রাজধানীতে করোনা চিকিৎসায় যুক্ত হলো বারোশ’ শয্যা।

সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, হাইফ্লো নজেল ক্যানলা আর আইসিইউ সুবিধাও থাকছে এ কোভিড ইউনিটে। এতে হৃদরোগে আক্রান্ত কোভিড রোগী ছাড়াও যে কোনো করোনা রোগীই চিকিৎসা সেবা পাবেন। প্রাথমিকভাবে ১০০ বেড চালু হলেও শিগগিরই চালু হবে পুরো ইউনিট। সেই প্রস্তুতি চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এনআইসিভিডির সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম বলেন, বাংলাদেশে সরকারিভাবে একমাত্র কার্ডিয়াক সার্জারি এখানে হয়ে থাকে, এসব কিছু মাথায় রেখে কোভিড ইউনিট করা হয়েছে, কোভিড ইউনিট তৈরির নির্দেশনা এসেছে, সেভাবে সুরক্ষা মেনেই কাজ করা হচ্ছে। এ হাসপাতালের কোভিড ইউনিটের পুরোটাই সেন্ট্রাল অক্সিজেনেরে আওতায় থাকছে। এছাড়া প্রয়োজনে আইসিইউ সেবা পাবেন ভর্তি রোগীরা।


আরো পড়ুন