• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

৬ সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল ও মিন্টুর ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিএমএসএফ’র মানববন্ধন ও সমাবেশ।

/ ২৬৫ বার পঠিত
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

ফেনী রোববার ৪ আগষ্ট ২০১৯: ফেনীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দাখিল ও পরশুরাম প্রেসক্লাব সভাপতি আবু ইউছুফ মিন্টুর উপর হামলা সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিএমএসএফ ফেনী শাখার উদ্যোগে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১০টায় ফেনীর শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বিএমএসএফ জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সাঈদ খান’র সভাপতিত্বে ও সহ সভাপতি সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক কাপি দিদার, সাদ্দাম হোসেন গনি, কোষাধ্যক্ষ আহসান উল্লাহ, সহ কোষাধক্ষ্য তোফায়েল আহমেদ লিটন, প্রচার সম্পাদক- ফারুক সবুজ, দপ্তর সম্পাদক- জসিম ফরায়েজি, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল হক সজীব, সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক- এমএম সোহেল নির্বাহি সদস্য সাহাবুদ্দিন লিটন ।
এছাড়া সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন, বিএমএসএফ’র কেন্দ্রিয় নির্বাহি সদস্য কাজি নোমান, সুজন ফেনীর সভাপতি এড লক্ষন বনিক, জাতিয় কবিতা পরিষদের সভাপতি ইকবাল চৌধুরি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সাধারন সম্পাদক- সমর দেবনাথ, ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি শেখ কামাল, সাবেক সভাপতি কামরুল হাসান লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারন সম্পাদক- ইমাম হোসেন কচি, ফুলগাজী প্রেসক্লাব সভাপতি কবির আহমদ নাছির, মোহনাটিভি প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমুখ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সেই বানোয়াট চার্জশিট প্রত্যাহার, সাংবাদিক মিন্টুর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিএমএসএফ’র ১৪ দফা মেনে নেয়ার দাবি জানান।

এর আগে একই দাবিতে শুক্রবার বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল।


আরো পড়ুন