• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

কারা কারা মুভমেন্ট পাস ছাড়া বাইরে যেতে পারবেন

অনলাইন ডেস্ক / ২৫৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এই লকডাউনে বিশেষ প্রয়োজনে বাইরে চলাচল করতে ‘মুভমেন্ট পাস’ নামে একটি পাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

তবে মুভমেন্ট পাস নিয়ে প্রথম দিনেই পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো। তাদের কর্মস্থলে আসা-যাওয়া করতে ‘মুভমেন্ট পাস’ এর প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করলেই চলবে।

চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

বিধিনিষেধের আওতামুক্ত যারা:
১. ডাক্তার
২. নার্স
৩. মেডিকেল স্টাফ
৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ
৫. ব্যাংকার
৬. ব্যাংকের অন্যান্য স্টাফ
৭. সাংবাদিক
৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০. বেসরকারি নিরাপত্তাকর্মী
১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২. অফিসগামী সরকারি কর্মকর্তা
১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
১৫. ফায়ার সার্ভিস
১৬. ডাকসেবা
১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা


আরো পড়ুন