• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

কুমিল্লার এমপি আব্দুল মতিন খসরুর মরদেহ কুমিল্লার পথে

অনলাইন ডেস্ক / ৪৯৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদ্যপ্রয়াত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মরদেহ কুমিল্লার বুড়িচংয়ের পথে রয়েছে।

সুপ্রিম কোর্ট চত্বরে আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে কুমিল্লার মিরপুর গ্রামের উদ্দেশে রওনা করেন তার স্বজনরা। তাঁর দাফন হবে মিরপুর গ্রামে অবস্থিত পৈতৃক বাড়িতে। এর আগে সকাল ৮টার দিকে নিজ বাসভবন বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মতিন খসরুর।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মতিন খসরু। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ বুধবার কেবিনে নেওয়া হয়। এরপর তাঁর করোনা পরীক্ষা করা হয়।

গত ১ এপ্রিল করোনা রিপোর্ট নেগেটিভ আসে খসরুর। কিন্তু হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ফের ৬ এপ্রিল আইসিইউতে নেওয়া হয় তাঁকে। এরপর তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত ১৩ এপ্রিল তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই বুধবার বিকেল পৌনে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আরো পড়ুন