• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

রমজানে রোজা রেখেও টিকা নেওয়া যাবে: ইসলামী ফাউন্ডেশন !

অনলাইন ডেস্ক / ১৭৫ বার পঠিত
আপডেট: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

ইসলামী ফাউন্ডেশনের উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রমজানে রোজা রেখেও টিকা নেওয়া যাবে। বুধবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ‘রোজা রেখে টিকা নেওয়া যাবে কিনা এ প্রশ্নের মুখোমুখি হচ্ছি আমরা। সবাইকে জানাতে চাই, রোজা রেখে টিকা নেওয়া যাবে। এ নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছি। ফাউন্ডেশন জানিয়েছে, রোজা রেখে টিকা নেওয়াতে কোনো বাধা নেই। সৌদি আরবসহ বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি চলছে।


আরো পড়ুন