• রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোজ জেলে।।

/ ২৬৮ বার পঠিত
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

এম জিয়াদ, স্টাফ রিপোর্টারঃ- উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। তার নাম রুবেল মৃধা (৪০)। শনিবার ভোরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ রুবেল চরমোন্তাজ স্লুইস বাজার আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা এবং বাউফল উপজেলার মমিনপুর গ্রামের মৃত রত্তন মৃধার ছেলে। ট্রলার মালিক চরমোন্তাজ স্লুইস বাজারের বাসিন্দা রেজাউল মাতুব্বর ও চরমোন্তাজ-৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হালেম খাঁ বলেন, রেজাউল মাতুব্বরের মালিকানাধীন সাইমুন নামের ট্রলারে ১৩ মাঝি মাছ ধরতে বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় ভোর ৫টার দিকে হালের (চুকান) রশি ছিঁড়ে জেলে রুবেল ট্রলার থেকে সাগরে পড়ে যায়। এদিকে, নিখোঁজ জেলে রুবেলের পরিবারে চলছে কান্না আর আহাজারি। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। উদ্ধার অভিযান অব্যাহত আছে।


আরো পড়ুন