পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠীর প্রেসক্লাবের ২০২১_২০২২ সনের নির্বাচণে সভাপতি শিশির কর্মকার এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। গতকাল প্রেসক্লাব ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ গোলাম মোস্তফা(এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার), সহকারী নির্বাচণ কমিশন ছিলেন মোঃ তরিকুল ইসলাম(চ্যানেল এস স্বরূপকাঠি ও নাজিরপুর প্রতিনিধি), এ এস এম সায়েম(আনন্দ টিভি স্টাফ রিপোর্টার)।
নির্বাচণে সভাপতি পদে শিশির কর্মকার(দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে), সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন(দৈনিক আজকের সংবাদ স্বরূপকাঠী প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম(দৈনিক ঢাকা প্রতিদিন) ও দপ্তর সম্পাদক পদে নাজমুছ সাকিব(দৈনিক বরিশালের আজকাল) নির্বাচিত হয়েছে।