• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

নাটোরে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও মাস্ক না পরায় বেশ কয়েটি মামলা ও জরিমানা

ফজলে রাব্বী, নাটোর প্রতিনিধি / ১৮৯ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

নাটোরে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও মাস্ক না পরায় বেশ কয়েটি মামলা ও জরিমানা করা হয়েছে। আজ দুপুরে নাটোর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নাটোরের সচেতনতামূলক প্রচার অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
আজ নাটোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরিয়াজ পিএএ মহোদয়ের উপস্থিতিতে শহরের কাপুড়িয়া পট্টি থেকে অভিযান শুরু হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শরীফ শাওন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে নীচা বাজার ও স্টেশন বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারায় ৭টি মামলায় ৯ জনকে মোট ৫৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি মামলায় মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়।


আরো পড়ুন