• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদানের জন্য গোপালগঞ্জের প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ২৪৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

সময়ে প্রাথমিকে প্রথম লাইভ ক্লাস পাঠ দানকারী পেইজ “বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক” পেইজ থেকে অনলাইনে পাঠ দিয়ে সারা বাংলাদেশ থেকে যে সকল শিক্ষকগন যুক্ত ছিলেন তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

গত শনিবার ঢাকা পিটিআই অডিটরিয়ামে দেশের ১৮০ জন শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ৮নং পাচুঁড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি নাসরিন কে করোনাকালীন সময়ে পাঠদানে বিশেষ অবদান রাখায় সম্মননা প্রদান করা হয়।

প্রধান শিক্ষিকা লিপি নাসরিন এই প্রতিবেদককে বলেন, গোপালগঞ্জ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা ও মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসা মো. রফিকুল ইসলাম করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদানের জন্য সব সময় আমাদের পাশে থেকে সুন্দর পরামর্শ দিয়েছেন। যার কারনে আমি করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান করাতে পেরেছি। যারা আমাকে ওই সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আরো পড়ুন