• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

রংপুরে সময়টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ! 

নিজস্ব প্রতিবেদক / ৩৭৮ বার পঠিত
আপডেট: রবিবার, ২১ মার্চ, ২০২১

রংপুর রোববার ২১ মার্চ ২০২১: রংপুরে সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফের ডাকে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। রোববার (২১মার্চ)বেলা ১২টায় প্রেসক্লাব চত্ত্বরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির রংপুরের সমন্বয়কারী আফরোজা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় রিপোর্টাস ক্লাবের সহ- সভাপতি মোজাফ্ফর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ ইসলাম,রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ওয়াদুদ হোসেন, রংপুর বিএমএসএফের সহ-সভাপতি মহিউদ্দীন মখদূমী,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মশিউর রহমান,রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক রেজাউল করিম জীবন,দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক আফজাল হোসেন,মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার,জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি,রিপোর্টাস ক্লাবের সদস্য আমিরুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সদস্য মিজানুর রহমান লুলু,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম বকুল,সিটিনিউজ রংপুর ব্যুরোর স্টাফ রিপোর্টার হাসান আল সাকিব প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বিপিডিএ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে হয়রানী এবং কণ্ঠরোধ করতে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম তুহিন মামলা করেন সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকারের বিরুদ্ধে। অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
এদিকে একই দাবিতে রংপুর বিভাগের লালমনিরহাট, হাতিবান্ধা, নীলফামারি কিশোরগঞ্জ, ডিমলা, গাইবান্ধা,সাঘাটা, কুড়িগ্রাম, রাজারহাট, উলিপুরসহ বিভিন্ন স্থানে মানববন্ধনের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে ২১ মার্চ রংপুর বিভাগের বিভিন্নস্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন।


আরো পড়ুন