বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত। শনিবার (২০ মার্চ) দুপুরে শ্রী শ্রী দয়াময়ী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনো দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম কানু’র সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, কোষাধ্যক্ষ বাবুল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার পাল দীপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত, জেলা পরিষদের সদস্য নাঈম রহমান প্রমুখ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাধা মোহন জিউ মন্দীরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সুবাস চন্দ্র সাহা, পরিতোষ কুমার পন্ডিত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিপ্লব দে বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু,৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহা,জামালপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র গৌড়,পৌর শাখার সাধারণ সম্পাদক সুরেন্দ্র চন্দ্র দাস, সরিষাবাড়ী উপজেলার সভাপতি নিখিল চন্দ্র পাল, মাদারগঞ্জ উপজেলার সভাপতি জীবন সাহা সহ জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়।পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।