• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

অক্সফোর্ডের টিকা নিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

অনলাইন ডেস্ক / ১৬০ বার পঠিত
আপডেট: শনিবার, ২০ মার্চ, ২০২১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১৯ মার্চ লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি। টিকা নেওয়ার পর দুই হাত সম্প্রসারিত করে তিনি সাংবাদিকদের বলেন, আক্ষরিকভাবে তেমন কিছু অনুভব করিনি। খুব ভালোভাবে টিকা নিয়েছি। এর প্রক্রিয়া ছিল খুব সুন্দর ও দ্রুত।

জনগণকে টিকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যেকেই যখনই আপনি টিকার জন্য ম্যাসেজ পাবেন, দয়া করে টিকা কেন্দ্রে যান এবং এটা গ্রহণ করুন। এটি আপনার জন্য, পরিবারের সবার জন্য মঙ্গলজনক।

ইউরোপের বেশ কয়েকটি দেশে নানা বিতর্কের পর এই টিকা প্রয়োগ স্থগিত রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘শুধুমাত্র আমার কথা শুনতে হবে তা নয়; বিজ্ঞানীদের কথা শুনুন। এখন টিকা নেওয়া বুদ্ধিমানের কাজ। উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলে রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যু হতে পারে এমন খবর ছড়িয়ে পড়লে ইউরোপের বেশ কিছু দেশ এই টিকা প্রদান কার্যক্রম স্থগিত করে দেয়।


আরো পড়ুন