• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

বই মেলায় এতো ভিড় আশা করেননি অনেকে !

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার পঠিত
আপডেট: শনিবার, ২০ মার্চ, ২০২১

বাংলা একাডেমির অমর একুশে বই মেলা এবার দেরিতে শুরু হলো। কারণ দেশ থেকে করোনা ভা্ইরাস দূর হয়নি। বিকেল তিনটার পর থেকে সোহরাওয়ার্দি উদ্যানে বই মেলায় ভিড় বাড়তে থাকে। প্রকাশকদের অনেকেই বলেছেন, দ্বিতীয় দিনে মেলায় তারা এতা ভিড় আশা করেননি। সবাই যে বই কিনতে এসেছে তা নয়। অনেকে ঘুরতে এসেছেন।

তারা বলছেন, করোনার এই সময়ে ঘরে থেকে থেকে তারা হাঁপিয়ে উঠেছেন। ফলে, বইমেলা তাদেরকে বাইরে আসার দারুন একটা সুযোগ করে দিয়েছে। মেলার দিন যতো গড়াবে, বিক্রি ও পাঠক সমাগম ততো বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবারই স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার।


আরো পড়ুন