• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

আগামীকাল ভোর চারটায় মাঠে নামছে বাংলাদেশ…..

অনলাইন ডেস্ক / ২৮২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের অভাব পূরণে আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে নিউজিল্যান্ডে নিয়ে গেছে বাংলাদেশ। কিন্তু ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা নেই। আবার নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসারদের গুরুত্ব বেশি থাকবে। ফলে বাড়তি একজন বোলার খেলানোর চিন্তা-ভাবনা চলছে। এমনটাই জানালেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

ডানেডিন থেকে বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এসব নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। বরং দল চেষ্টা করছে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। সব ক্রিকেটারকে সবসময় পাওয়া যাবে না। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোনো কারণে কেউ না খেললে দল যেন ঝামেলায় না পড়ে।

তবে সাকিব না থাকলেও নিউজিল্যান্ডে ৫ বোলার খেলানোর কথাই জানিয়েছেন তামিম, ‘আমরা ৩ জন পেসার নিয়ে নামছি, এটা নিশ্চিত। এরপর অলরাউন্ডাররা আছে। অধিনায়ক হিসেবে আমি ৫ জন বোলার নিয়ে খেলতে চাই। নিউজিল্যান্ডের কন্ডিশনে ৪ বোলার নিয়ে খেলা কঠিন হয়ে উঠতে পারে। কারণ এখানকার মাঠ ছোট, রান বেশি হয়। ফলে ৫ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলা গুরুত্বপূর্ণ।

সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি ম্যাচ হবে ক্রাইস্টচার্চে, আর শেষটি হবে ওয়েলিংটনে।


আরো পড়ুন