নওগাঁয় পুকুর খনন কাজ এ ৩৮ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার !
রহমতউল্লাহ আশিকুর জামান নুর, নওগাঁ প্রতিনিধি
/ ৬৮
Time View
Update :
বুধবার, ১৭ মার্চ, ২০২১
Share
নওগাঁয় পুকুর খনন কাজ এ ৩৮ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার !
নওগাঁ রাণীনগর উপজেলার ৬ নং কালিগ্রাম ইউনিয়নে পুকুরের খনন কাজে ৩৮ কেজি ওজনের কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে।
করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ির একটি পুকুর থেকে মঙ্গলবার রাতে মূর্তিটি উদ্ধার হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ টংকুড়ির সরকারি খাসপুকুরে খনন চলছে। মঙ্গলবার কাজ শেষে শ্রমিকরা চলে গেলে রাত ১০টার দিকে পুকুর থেকে তোলা মাটির মধ্যে মূর্তিটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে
ওসি আরও বলেন, মূর্তিটির ওজন প্রায় ৩৮ কেজি। আপাতত এটি থানা হেফাজতে রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের কাছে বুধবার মূর্তিটি হস্তান্তর হবে।