• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

“স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে “

মোঃ শামীম আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি / ২৩৬ বার পঠিত
আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১
"স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে "
"স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে "

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এই অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং জনগণকে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবগত করার লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ মার্চ ২০২১ তারিখে  বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; পুলিশ সুপারের প্রতিনিধি জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ পটুয়াখালী জেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায়  ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


আরো পড়ুন