• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

এড.নয়ন দলীয় নমিনেশন পাওয়ায় জেলাবাসীর ফুলেল অভ্যর্থনা

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি / ২২৬ বার পঠিত
আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১

বহুল আলোচিত লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন রায়পুর শূন্য হওয়ায় আগামী ১১ এপ্রিল উপ নির্বাচনে দলীয় নমিনেশন নিয়ে (নৌকা প্রতীক) জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুরে এলে জেলাবাসী তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে গ্রহণ করে।
ফরিদগঞ্জ হয়ে আসায় রায়পুর উপজেলাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে পথসভার আয়োজন করে। সেখানে দলীয় সভা শেষে জেলার প্রধান উপশহর দালাল বাজারে সর্বস্তরের জনতার উদ্যোগে নুর উদ্দিন চৌধুরী নয়নকে অভ্যর্থনা জানানোর জন্য পথসভার আয়োজন করে। সেখানে হাজার হাজার নারী-পুরুষের মহা আনন্দ উৎসবে পরিণত হয়। চৈত্রের খরতাপের ভেতরেও উৎসুক জনতা নুর উদ্দিন চৌধুরী নয়নের কথা শুনতে ও তাকে একনজর দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে।
অবশেষে বিশাল গাড়িবহর নিয়ে এডভোকেট নয়ন এলে তাকে সর্বস্তরের জনগণ ফুলের পাপড়ি ছিটিয়ে প্রার্থনা জানায় এবং ধৈর্য ধরে তার বক্তব্য শোনে। এডভোকেট নয়ন তার সংক্ষিপ্ত বক্তব্যে অবহেলিত এতদঞ্চলের কথা তুলে ধরে গরীব অসহায় ও পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন অব্যাহত রাখার আশ্বাস দেন।
উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা সালেহউদ্দিন আহমেদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ আহবায়ক আবুল কাশেম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ আহবায়ক হুমায়ুন কবির পাটোয়ারী, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, আলহাজ্ব সৈয়দ আবুল কাশেম, এম এ মোমিন, এডভোকেট জহির উদ্দিন বাবর, সৈয়দ  সাইফুল হাসান পলাশ, আবদুল্লাহ আল নোমান, ওমর হোসাইন ভুলু, মোফাচ্ছের হোসেন চুন্নু, ওমর ফারুক আল মানিক, এমরান হোসেন নান্নু, সৈয়দ নুরুল আজিম বাবর, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, একেএম বদরুল আলম শাম্মী,  আলহাজ্ব আফজাল হোসেন হাওলাদার,ইউসুফ ছৈয়াল, এডভোকেট তোফাজ্জল হোসেন ফিরোজসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আরো পড়ুন