• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে নতুন জোট করার উদ্যোগ !

অনলাইন ডেস্ক / ২২৫ বার পঠিত
আপডেট: রবিবার, ১৪ মার্চ, ২০২১

সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে নতুন জোট করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলের ঘনিষ্ট ইসলামিক দলগুলো। তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নাজিবুল বাশার জানান, তাদের জোটে কওমী, সুন্নী ও সুফি মতাদর্শের সব বড় দল যুক্ত থাকবে। আর গণতান্ত্রিক ইসলামিক পার্টির চেয়ারম্যান বলেছেন, জামায়াত ছাড়া সব ধর্মভিত্তিক দলকে স্বাগত জানাবেন তারা।

শুরুতে আওয়ামী লীগ মাঝে বিএনপি ২০১৪ সালের নির্বাচনের আগে তরিকত ফেডারেশনকে চৌদ্দ দলে যুক্ত করে সাংসদ হোন সৈয়দ নাজিবুল বাশার। ধর্মীয় নানা বিষয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে আলোচিত সাংসদ তিনি।

বরাবরই দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আকিদা তথা আদর্শগত ভিন্নতায় বিপরীতমুখী অবস্থানে থাকে। নাজিবুল বাশার সেই অচলাবস্থা এবার কাটানোর উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, আগামী নির্বাচনকে টার্গেট করে কওমী মতাদর্শের দলগুলোর সাথে জোট করার উদ্যোগ অনেক দূর এগিয়েছে।

তবে বৃহত্তর জোট করার আগে ভাঙ্গনের মুখে পড়েছে তরিকত ফেডারেশন। দলের মহাসচিব এমএ আউয়াল দল ছেড়ে এখন গঠন করেছেন গণতান্ত্রিক ইসলামিক পার্টি। তিনি জানান, জোট নয় বরং র্দীঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে চান তিনি।

সরকারে দলের সাথে ঘনিষ্ট দুই নেতাই এখনো জামায়াত নিষিদ্ধ না হওয়ায় ক্ষোভ জানান।


আরো পড়ুন