• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা”

/ ৩১১ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

বি,পাড়াথানা প্রতিনিধি:জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্ততিমূলক সভা বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা’র সভাপতিত্বে আগামী ১৫ আগষ্ট বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় শোক র‌্যালী, পুস্পস্তবক অর্পন, রচনা প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন এবং জাতির পিতার জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়।অনুষ্ঠানে শিশু শ্রম বন্ধে এলাকাভিত্তিক জনসচেতনতা কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের কথা জানান ইউএনও। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভ’মি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ মনিরুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, সাবেক কমান্ডার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার ও মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ,সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, মৎস কর্মকর্তা লিসমা হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ, প্রকল্প কর্মকর্তা শাহিনুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিউর আলম,তথ্য কর্মকর্তা মুনিরা বেগম,ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী আবদুল কাদেরসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


আরো পড়ুন