• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

জামালপুরের তিনটি পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়!

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি / ৪২০ বার পঠিত
আপডেট: সোমবার, ১ মার্চ, ২০২১

উৎসবমূখর পরিবেশে জামালপুরে তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।বিজয়ীরা হলেন জামালপুর পৌরসভায় ছানুয়ার হোসেন ছানু, ইসলামপুর পৌরসভায় আব্দুল কাদের সেক ও মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া কবির। ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা হতে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এ তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রো জানা যায়, জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ৪৫৫৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) পেয়েছেন ২১৫৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী মোস্তফা কামাল (হাতপাখা) পেয়েছেন ৬০১ ভোট।
ইসলামপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের আব্দুল কাদের সেক নৌকা প্রতীক নিয়ে ১৪১৯১ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মোঃ রেজাউল করিম ঢালী (ধানের শীষ) পেয়েছেন ৩৮৫১ ভোট,আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম (জগ) পেয়েছেন ২০৭৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা) পেয়েছেন ৪৩৭ ভোট।
 মাদারগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির নৌকা প্রতীক নিয়ে ১৩৩৫৯ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির আব্দুল গফুর (ধানের শীষ) পেয়েছেন ১০৬৪ ভোট ও জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান (লাঙ্গল) পেয়েছেন ৭৫ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ভোট গণনা শেষে পাওয়া প্রাথমিক ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিক তিনটি পৌরসভার বিজয়ী মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়েছে।


আরো পড়ুন