• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

পাঁচবিবিতে ভাষা সৈনিক মীর শহীদ মন্ডল কিচেন মার্কেটের উদ্বোধন-পৌর মেয়রকে গণসংবর্ধনা

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি / ১৬২ বার পঠিত
আপডেট: সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে ভাষা সৈনিক কৃষক নেতা মীর শহীদ মন্ডল কিচেন মার্কেটের শুভ উদ্বোধন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে পাঁচবিবি পৌরসভার মেয়রকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার(২১শে ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের মার্কেট চত্তরে ব্যবসায়ীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বণিক সমিতির যুগ্ম-সাঃ- সম্পাদক ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাহফুজুল ফেরদৌস।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাষা সৈনিক মীর শহীদ মণ্ডলের সুযোগ্য পুত্র মুনিরুল শহীদ মন্ডল মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বরমান হোসেন।
এসময়ে বক্তব্য রাখেন মার্কেটের স্বপ্নদ্রষ্টা পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর প্যানেল মেয়র নূর হোসেন, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল,বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, সাঃ-সম্পাদক নাদিম মন্ডল, মার্কেট পরিচালনা কমিটির উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইলালাম, পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি আরিফ রব্বানী ইস্তি, কাঁচা বাজার এলাকা বণিক সমিতির সদস্য মানিক হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের পরিচারক কিচেন মার্কেট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোসাঈদ আল আমিন সাদ বলেন, মুজিব বর্ষের সন্নিক্ষনে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এর আগমনে প্রয়াত ভাষা সৈনিক কৃষক নেতা মীর শহীদ মন্ডল এর নাম করণে পাঁচবিবির পৌর কিচেন মার্কেটের এর ১০৪ টি দোকান ঘর ব্যবসায়ীদের নিকট হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরো পড়ুন