জগন্নাথপুরে আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মোশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী উপজেলার কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন কুশিয়ারা সেতু পরিদর্শন করেন।