• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

“লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে -এমপি বাহার “

/ ২৮০ বার পঠিত
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

সাইফুল ইসলাম ফয়সাল:(কুমিল্লা প্রতিনিধি)
কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি এসময় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের সাথে বন্ধু সুলভ আচরন করে তাদেরকে মানবিক হিসেবে গড়ে তুলবেন। একজন ভাল শিক্ষার্থীই একজন ভালো শিক্ষকের প্রতিচ্ছবি। শনিবার সকালে কুমিল্লা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নারী নেত্রী তাহসিন বাহার সূচনা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আলকাসুর রহমান কোকা, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এ.কে.এম আবদুল আলী, নগর কুমিল্লার ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নোমান খন্দকার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র ইমতিয়াজুল ইসলাম, ডিগ্রি ১ম বর্ষের ছাত্র মোঃ আরিফুর রহমান ও মাউশাতুন নূর খানম।


আরো পড়ুন