• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

শরণখোলায় ছয় দফা দাবিতে জেলেদের মিছিল-সমাবেশ!

/ ২৬৯ বার পঠিত
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

মোঃ লালচান মাহমুদ শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছয় দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মৎস্যজীবী জেলে সমিতি। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মৎসজীবীরা মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় শহিদ মিনার চত্বরে গিয়ে সমাবেশ করে সমাবেশ থেকে জেলেরা ছয় দফা দাবি জানান। এগুলো হলো— বাংলাদেশের সমুদ্রসীমায় সব ধরনের ট্রলিং নিষিদ্ধ করা; সব জেলেদের ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের আওতায় আনা এবং চালের পরিমাণ বাড়ানো; প্রতিমাসে চালের পাশাপাশি নগদ তিন হাজার টাকা দেওয়া; সুন্দরবনে মাছের পারমিট চালু রাখা; ৬৫ দিনের অবরোধ বন্ধ করে ভারতের সঙ্গে আলোচনা করে ২২ দিন সময় নির্ধারণ করা এবং সাগরে মাছ ধরার সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা।

এতে সভাপতিত্ব করেন জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা শাখার সভাপতি মো. আবুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ওয়াদুদ আকন, মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী, সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজী, সহ-সভাপতি এমাদুল শরিফ।


আরো পড়ুন