• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন

“আবারার হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিশিলে শিক্ষার্থীর ঢল”

/ ২৪৩ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(নিজস্ব প্রতিনিধি):শিক্ষা – সন্ত্রাসী এক সাথে চলে না’,আমার ভাইকে মারলে কেন বিচার চাই,জবাব চাই’এ শ্লোগানে মুখরিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হ ত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষো ভ মিছিল হয়েছে।
মঙ্গলবার(৮ অক্টোবর)জেলার টাউন হলের সামনে এ অয়োজন করা হয়।সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কুমিল্লা বিশ্বিবিদ্যালয়,ভিক্টোরিয়া কলেজ,সরকারি কলেজসহ কুমিল্লার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভিক্টোরিয়া কলেজ ছাত্র আবু সুফিয়ান বলেন,হত্যাকারী যে দলেরই হোক,তার পরিচয় একটাই সে হত্যাকারী।সন্ত্রাসীদের কোন দল নেই, কোন বর্ণ নেই,কোন রং নেই, তাদের কোন ধর্ম নেই।খুনি যে বা যারা হোক তাদের যাথাযথ বিচার করতে হবে।

আবরার হত্যাকারীদের দৃষ্টন্ত মূলক শা স্তির দাবি জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহুরুল ইসলাম হানিফ বলেন, বিশ্বজিৎ, নুসরাত, সাগর-রুনি, তনু হ ত্যাকারীদের যদি উদাহরণ মূলক বিচার করা হতো তাহলে একের পর এক বিনা বিচারে হত্যা চলতে পারে না।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্বদ্যালয়ের ছাত্র মাজহুরুল ইসলাম হানিফ,সরকারি কলেজ ছাত্র মীর শাহারিয়া হাসান সৈকত,ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার ফাইজা,লোকমান হাকিন,মহিউদ্দিন আকাশ, ফারুক আহম্মেদ,মো.ইকবালসহ অনেকে। মানবনন্ধন শেষে টাউন হল থেক শুরু হয়ে লিবর্টি মোড় ও পূবালি চত্ত্বর হয়ে টাউন হল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য যে,গত সোমবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালেয় শেরে বাংলা হলের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।এ বিষয়ে বুয়েট ছাত্রলীগের একাধিক নেতাকর্মীদের গ্রে ফতার করেছে পুলিশ।


আরো পড়ুন