• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

রামুতে বর্ণিল আয়োজনে গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।।

/ ৩৯৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

কফিল উদ্দিন:- রামুতে ইংরেজি শিক্ষার প্রসারে স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার (জিইএলসি) ভুমিকা রাখছে। গ্লোবালাইজেশনের যুগে ইংরেজী শিক্ষার জন্য ব্যতিক্রমী কর্মকান্ডে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। রামুর কিছু মেধাবী তরুণ সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে ইংরেজী শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার প্রতিষ্ঠা করে দীর্ঘ দুই বছরের যাত্রায় প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে ইংরেজীতে পারদর্শী করে তুলেছেন। যারা ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে তাদের দক্ষতা দেখিয়ে যাচ্ছে এবং বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশীদের সাথে দোভাষী হিসেবে কাজ করে প্রশংসা কুড়িয়েছে। যার ফলশ্রুতিতে বর্তমানে ১৫ জন শিক্ষার্থী ইউনাইটেড নেশন এর উইমেন এ্যাফেয়ার্স এর গার্লস এ্যাম্বেসেডর হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। ২০১৮ সালে রামু উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ অলিম্পিয়াড আয়োজন করে বেশ সুনাম কুড়িয়েছে এ প্রতিষ্ঠান। সিভি রাইটিং ও ক্যারিয়ার প্লান, লিডারশীপ, কমিউনিকেশন স্কীল, এটিচিউডসহ বিভিন্ন জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ এবং গরিব অসহায় মানুষের মাঝে ইফতারী ও ঈদবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ নানা সামাজিক কর্মকান্ড চালু রেখেছে এ প্রতিষ্ঠানটি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রামু স্বপ্নপুরী সড়কস্থ তানি শপিং স্টোরের ৪র্থ তলায় গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার ক্যাম্পাসে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান, গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারের সভাপতি মো. সাহেদুল ইসলাম রায়হান ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জিইএলসি এর প্রধান উপদেষ্টা রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক। গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারের সভাপতি মো. সাহেদুল ইসলাম রায়হান এর সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্রেইনার বোরহান উদ্দিন ইমরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম মিজানুর রহমান, প্রতিষ্ঠানের উপদেষ্টা কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু কলেজের প্রভাষক, বিশিষ্ট কন্ঠশিল্পী মানসী বড়ুয়া, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ট্রেইনার সোহরাব ইশবাল, সাংবাদিক ও ছড়াকার সোয়েব সাঈদ, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো, ইঞ্জিনিয়ার লোকমান হাকিম, ছাত্রলীগ নেতা ছানা উল্লাহ বাবুল প্রমূখ। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন, মার্সেল হা-শো তারকা মো. আলা উদ্দিন কিশোর।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাহিমা ইসলাম আরাবী। প্রধান সমন্বয়কারী ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও ট্রেইনার মো. ইব্রাহিম এবং সহযোগী ছিলেন আবদুল মাবুদ, মোসমাত মাহাদি,মো. আলা উদ্দিন কিশোর, তৌফিকুল ইসলাম, কাউসার, রবি, নয়ন, দিদার প্রমূখ। পরে অতিথিবৃন্দ কেক কেটে গেগ্লাবাল ইংলিশ লার্ণিং সেন্টারের ২য় বর্ষপূর্তি উদযাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।


আরো পড়ুন