• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

ঝালকাঠি নদীতে বিভিন্ন প্রজাতির দেশী মাছের পোনা অবমুক্ত করেন ডিআইজি

/ ৩৪৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

ইমাম বিমানঃ ঝালকাঠিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সুগন্ধা নদী তীরবর্তী মিনি পার্কে পোনা অবমুক্ত করেন। এ সময় ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ এম এম মাহমুদ হাসান, জেলা মৎস্য কর্মকর্তা, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শোনিত কুমার গায়েন, ওসি ডিবি, মৎস্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে মাছ চাষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সামর্থ্য অনুযায়ী মাছ চাষ করুন।


আরো পড়ুন