• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

টেকনাফ টুডে.কমের১৭ই আগষ্ট, হ্নীলাকে মাদকমুক্ত করতে….জরুরী। আমাকে জড়িয়ে সংবাদের নিন্দা ও প্রতিবাদ।

/ ২৮৬ বার পঠিত
আপডেট: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

বার্তা পরিবেশক:টেকনাফের অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডে ডটকমে “হ্নীলাকে মাদকমুক্ত করতে কৌশলে থাকা স্থানীয় ও রোহিঙ্গা কারবারীদের আইনের আওতায় আনা জরুরী” শিরোনামে ১৭ আগস্ট প্রকাশিত নিউজে আমাদেরকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে বলা হয়েছে আমি ও আমার ছোটভাই ইয়াবা ব্যবসা করি। এককথায় আমরা নাকি ইয়াবা ব্যবসার সাথে জড়িত। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন নিউজ। আর আমাকে জড়িয়ে সংবাদটি যে সাংবাদিক ভাই লিখেছেন সে আমার সাথে কথা না বলে আমার বক্তব্য না নিয়েই মনগড়া নিউজটি করেছে। মূলত আমি মোহাম্মদ নুর পেশায় একজন জেলে। আমি সরকারীভাবে জেলে কার্ডও পেয়েছি। যার এফআইডি নাম্বার ২০২২৯০০০৩১০০০৫৮৭। আর আমার ছোটভাই মোঃ শফিক একজন ছাত্র। সে লেদা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। যা আপনারা তদন্ত করলে পাবেন। একটি কুচক্রীমহল আমাদের সম্মান নস্ট করার জন্য ও আমাদেরকে বিপদে ফেলার জন্য সাংবাদিক ভাইদেরকে দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। আমরা আরও সবার উদ্দ্যেশ্যে বুক ফাটা চ্যালেন্জ ছুড়ে দিয়ে বলতে চাই, আপনারা আমাদের ব্যাপারে এলাকায় সরেজমিনে এসে তদন্ত করেন। তাতে যদি বিন্দুমাত্র সত্যতা পান তাহলে আমাদের যা শাস্তি দিতে মন চায় তা দিন। আমরা সব শাস্তি হাসিমুখে মেনে নিব। আর যদি সত্যতা না পান তাহলে আমাদের হয়রানি না করে মুক্তি দিন। অবশেষে আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত সংবাদে প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক ভাইয়েরাসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বিনয়ের সহিত অনুরুধ করছি। সাথে আরও বলছি ভবিষ্যৎতে এ রকম যদি আমাদের বিরুদ্ধে ভুয়া নিউজ করা হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।
তীব্র প্রতিবাদকারী,
মোঃ শফিক(১৮)
মোহাম্মদ নুর(২০),
সর্বপিতা ইমান হোছন, সাং জাদিমোরা,
হ্নীলা ইউনিয়ন পরিষদ।


আরো পড়ুন