• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁয়ের সাংবাদিক রিপনের মামলায় বিচার বিভাগীয় তদন্ত চাই: চট্টগ্রামে বিএমএসএফ নেতৃবৃন্দ

/ ৩২৯ বার পঠিত
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

চট্টগ্রাম ২৪ জুলাই ২০১৯: ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও দাবি আদায় সম্ভব। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। বিগত ৪৮ বছর সময় অতিবাহিত হলেও সাংবাদিকরা খুঁজে পায়নি নিজস্ব অধিদপ্তর। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবির মধ্যে রয়েছে একজন সাংবাদিকের অধিকার রক্ষাকবজ।

তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্চার হতে হই। মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এ সব কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বলেন, প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতন, মিথ্যা মামলা-হামলার শিকার হচ্ছে। সম্প্রতি ঠাকুরগাঁয়ের বিডিসি টেলিভিশনের প্রতিনিধি রিপনকে মাদক মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়ে পুলিশ। আমরা ঐ মামলাটির সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ বলেন, বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি অত্যন্ত যুক্তিগত দাবি। দীর্ঘদিন পরে হলেও সাংবাদিকদের এই দাবিগুলো সরকার এবং সংশ্লিষ্ট গণমাধ্যমসমুহকে মেনে নেয়া উচিত।

সাংবাদিকরা রাষ্ট্রের পক্ষে কাজ করে যাচ্ছেন। অথচ তারা নানা ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, এটা সরকারকে ভেবে দেখা উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।
বিএমএসএফ চট্টগ্রাম জেলা সভাপতি কে এম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাপ্পী সরদার, ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক প্রফেসর মাওলানা মোহাম্মদ আবেদ আলী, ডিসি ডিবি এস এম মোস্তাইন, বিএমএসএফ’র স্থানীয় উপদেষ্টা এসএম আজিজ, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী হুমায়ুন কবির, সূর্যেরআলো হিজরা সংগঠনের সভাপতি ফালগুনি হিজড়া ও মানবাধিকার নেত্রী রুবি আকতার পায়েল।

সবুজ আন্দোলনের সহযোগিতায় অনুষ্ঠিত আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল আলম, ফেনী জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সহ-সভাপতি সৈয়দ মনির, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএমএসএফ’র সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিহাদ, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু প্রমুখ।
বক্তারা বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের হাতকে শক্তিশালী করতে সকল সাংবাদিকের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানের শেষে বিএমএসএফ’র জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরো পড়ুন