• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

গভীর রাতে সাধারণ জনগণের খোঁজে ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম

/ ৩০২ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

মরিয়ম খানম:- টানা ১০ দিনের ভারী বর্ষণের কারণে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকাগুলো প্লাবিত হয়েছে বলে জানা গেছে। রাস্তাঘাট-জনপথ, শিক্ষা প্রতিষ্টানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনসাধারণ।

১৬ জুলাই গভীর রাতে সাধারণ মানুষের খোঁজে প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়ান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার পুটিবিলা এমচরহাট, চুনতি, বড়হাতিয়া, পদুয়া ও কলাউজানের বিভিন্ন বাজারগুলো পরিদর্শন করেন। তিনি বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনে নিয়োজিত থাকা লোহাগাড়া থানা পুলিশের বিশেষ টিম, নৈশ প্রহরী ও গ্রাম পুলিশের সাথে কথা বলেন।তিনি তাদের কাছ থেকে এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্হিতি সম্পর্কে জানতে চান।

বিশেষ করে তিনি এলাকার সাধারণ জনগণের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিভিন্ন এলাকায় পানি বন্দি অসহায় মানুষেরও খোঁজ খবর নেন তিনি। এলাকায় যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণের জন্য থানা পুলিশের টিমকে তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশ প্রদান করেন।


আরো পড়ুন